ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম শিকদার রানা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড্ডা এবং ভাটারা থানা ছাত্রদলের যৌথ আয়োজনে এ মশাল মিছিল বাড্ডা লিংক রোড থেকে গুদারাঘাট গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, যুগ্ম-আহ্বায়ক সাজেদ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক এম এ জাহিদ হাসান রাসেল, সদস্য মনির, বাড্ডা থানা ছাত্রদল নেতা জামাল, তুহিন, ইব্রাহিম, দীন ইসলাম ও ভাটারা থানার ছাত্রনেতা রিয়াজ, রাকিবসহ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।