ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বরিশালে কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশাল: বরিশালে জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল নগরের পুলিশ লাইন রোডের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন।  

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।  

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহসভাপতি নাসির হায়দার, জামাল উদ্দিন মিলন ও সৈয়দ অলিউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু ও লায়ন মো. আক্তার হোসেন।  

এছাড়া প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম সফরুলসহ বরিশালের ৬ জেলার নেতরা।  

এরআগে সকাল ১১টার দিকে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাসহ বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।