ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

ফেনী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক আল ইমরানকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।  

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, যুবদল নেতা আল ইমরান দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম যুবদল নেতা আল ইমরানকে জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।  

এদিকে, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরানকে গ্রেফতারের ঘটনায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা হামলা ও গ্রেফতার চালিয়ে যুবদল নেতাকর্মীদের দমানো যাবে না। তাই যুবদল আল ইমরানসহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।