ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে সমাবেশ 

বরিশাল: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ ট্রেডইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা ট্রেড ইউনিয়নের সহসভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন শ্রমিক নেতা একে আজাদ।

বক্তব্য দেন নৌযান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তুষার সেন, মহানগর ছাত্র ইউনিয়নের সহসভাপতি কিশোর চন্দ্র বালা, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রনি তালুকদার, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঘটলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো তা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। তাই অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এছাড়া সরকারি দপ্তরগুলোতে ঘুষ-দুর্নীতি বন্ধ, শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এছাড়া দেশে প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।