ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মহিলা দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
মহিলা দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি অনুমোদন

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহানগর উত্তর: আহ্বায়ক নায়েবা ইউসুফ, যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, রাবেয়া আলম, রোকেয়া সুলতানা তামান্না, স্বপ্না আহমেদ, তাহমিনা আরফিন নিতা, বুলবুল নাহার, তাহমিনা আক্তার তন্বী, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শিউলি ও সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা।

মহানগর দক্ষিণ: আহ্বায়ক রুমা আক্তার, যুগ্ম আহ্বায়ক শাহীনুর নার্গিস, হোসনে আরা লিজা, সালেহা বেগম, হাসিনা বেগম হাসি, রেহেনা ইয়াসমিন ডলি, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম, জাহানারা বেগম ও সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।