ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শেরপুরে আত্মহত্যা করা কৃষকের বাড়ি যাচ্ছে কৃষকদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
শেরপুরে আত্মহত্যা করা কৃষকের বাড়ি যাচ্ছে কৃষকদল কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

ঢাকা: শেরপুরের নালিতাবাড়ী থানার মানিকচাঁদ গ্রামে আত্মহত্যা করা কৃষক শফিউদ্দিনের বাড়ি যাচ্ছে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী থানার মানিকচাঁদ গ্রামে শাসকগোষ্ঠীর প্রভাবশালী মহল কর্তৃক সেচ পাম্প স্থাপনে বাধা দানের প্রতিবাদে নিজের ফসলের মাঠে ফাঁসির মঞ্চ বানিয়ে কৃষক শফিউদ্দিন আত্মহত্যা করেন।

এ হৃদয়বিদারক ও লোমহর্ষক ঘটনার প্রতিবাদে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কৃষক শফিউদ্দিনের অসহায় পরিবারকে সহানুভুতি জানাতে ঘটনাস্থলে যাবে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিনিধি দল।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবুল বাশার আকন্দ, সহ-সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল, আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) ড. মোহাম্মদ হারুনুর রশীদ ভূঁইয়া, মো. রিয়াজ উদ্দিন।

এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও এ টিমে অন্তর্ভূক্ত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।