ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা উত্তর-দক্ষিণে শ্রমিক দলের আংশিক কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ঢাকা উত্তর-দক্ষিণে শ্রমিক দলের আংশিক কমিটি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটির আহ্বায়ক হয়েছেন মো. সুমন ভূঁইয়া ও সদস্য সচিব করা হয়েছে মো. বদরুল আলমকে (সবুজ)।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব হয়েছেন মো. কামরুল জামান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।