ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সপ্তম ধাপ: স্বতন্ত্র চেয়ারম্যান আ.লীগের দ্বিগুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
সপ্তম ধাপ: স্বতন্ত্র চেয়ারম্যান আ.লীগের দ্বিগুণ

ঢাকা: সদ্য অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে দ্বিগুণ চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে মোট ১৩৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফলের প্রতিবেদন থেকে জানা গেছে, ১৩৪টি ইউপির মধ্যে নির্বাচন স্থগিত হয়েছে চারটি ইউপির। আর আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪০টি ইউপিতে, যা মোট ইউপির ৩০ দশমিক ৭৭ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা ৮৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, যা মোট ইউপির ৬৬ দশমিক ১৫ শতাংশ। আর জাতীয় পার্টির প্রার্থীরা তিনটি ইউপিতে ও জাতীয় পার্টির (জেপি) একজন প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন; যা মোট ইউপির ৩ দশমিক শূন্য আট শতাংশ।  

এদিকে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১১ জন প্রার্থী।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।