ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার ঢাকা দক্ষিণে বিক্ষোভ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
মঙ্গলবার ঢাকা দক্ষিণে বিক্ষোভ করবে বিএনপি

ঢাকা: সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) এ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এই বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের প্রতিটি থানার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা,  ৭ ফেব্রুয়ারি, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।