ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মজনু আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বিএনপি নেতা মজনু আটক

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (০৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন, মজনুসহ ২০-২৫ জন নেতা-কর্মীকে আটক করেই ক্ষান্ত হয়নি। এখনো পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।