ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ পৌর আ.লীগের সভাপতি হেলাল, সম্পাদক সেলিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
সিরাজগঞ্জ পৌর আ.লীগের সভাপতি হেলাল, সম্পাদক সেলিম হেলাল উদ্দিন ( সভাপতি ) এবং সেলিম আহম্মেদ ( সাধারণ সম্পাদক )

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি হেলাল উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এর আগে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে হেলাল উদ্দিন ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আসাদ উদ্দিন পবলু পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সেলিম আহম্মেদ ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা পেয়েছেন ১৩৯ ভোট। মোট ৩৬৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৬৪টি। বাতিল হয়েছে দু’টি।

এর আগে, সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।  

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ সরকার এমপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।