ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নিবির পাল

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পালের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

তবে এ ভিডিওটি গত এক থেকে দেড় বছর আগের এবং ভুয়া বলে দাবি করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পাল।

তিনি টাঙ্গাইল শহরের পালপাড়া এলাকার নির্মল চন্দ্র পালের ছেলে। বর্তমানে তিনি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, নিবির পাল এবং তার কয়েকজন বন্ধু ইয়াবা সেবনে আসক্ত। গত এক থেকে দেড় বছর আগে কাগমারী কলেজের বন্ধুদের সঙ্গে নিয়ে নিবির পাল কলেজের একটি মেসে বসে ইয়াবা সেবন করে। সেসময় তারই এক বন্ধু নিবির পালের ইয়াবা সেবনের চিত্র মোবাইলে ভিডিও করে রাখে। পরে এই ভিডিও দেখিয়ে নিবির পালের কাছ থেকে তার বন্ধুরা বেশ কয়েকবার টাকাও হাতিয়ে নেয়। পরবর্তীকালে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে বিষয়টি প্রকাশ পায়।

ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে নিবির পাল বাংলানিউজকে জানান, এটি গত এক থেকে দেড় বছর আগের। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করে তার এই ভিডিও করা হয়েছে। আবার এ ভিডিও তার নয় বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।