ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল! প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল!

রাজশাহী: রাজশাহীতে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করে তারা।

রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ কর্মসূচি পালন করে।

ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মহানগরীর বিলশিমলা এলাকার ডা. রাজীব চত্বর থেকে ঝটিকা মিছিলটি বের করে। মিছিলটি টমটম চত্বর হয়ে বহরমপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে কয়েক মিনিটের সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই মিছিলে বিভিন্ন দলের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রায় ৩০০ শিবিরকর্মী অংশ নেন। সংক্ষিপ্ত ওই সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা দ্রুত পাড়া-মহল্লার গলির ভেতর ঢুকে মুহূর্তেই হারিয়ে যান।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক মাহিরুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় আগেই পালিয়ে গেছে। আচমকা এমন ঘটনা ঘটায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে জড়িতদের নাম ঠিকানা বের করে তাদের ধরতে অভিযান চালানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।