ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর বিএনপির সমাবেশে পুলিশি হামলা, আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
যশোর বিএনপির সমাবেশে পুলিশি হামলা, আহত ২৫ যশোর বিএনপির সমাবেশে পুলিশি হামলা।

যশোর: যশোর জেলা বিএনপির সমাবেশে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। অতর্কিত লাঠিচার্জে অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন।

এর মধ্যে ১০ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়েছেন।  

শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কার্যালয়ে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ চলছিল।

জেলা যুবদলের সভাপতি তমাল আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শুরু হবার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে লাঠিচার্জ করে।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে ডিবি পুলিশের একটি দল এসে বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। এতে আমাদের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার বাংলানিউজকে বলেন, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। বিশৃঙ্খলার সংবাদ পেয়ে সমাবেশ স্থলে গেলে তারা আমাদের উপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।