ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

যে কারণে বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
যে কারণে বাসায় ফিরছেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও যেকোনো সময় অবনতি হতে পারে। আপাতত করোনা ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসক দল।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের সদস্যরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী ও প্রফেসর ডা শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমরা চিকিৎসা দিয়ে তার (খালেদা জিয়া) রক্তক্ষরণ সাময়িক বন্ধ করতে পেরেছি। আপাতত রক্তক্ষরণ বন্ধ হলেও যেকোনো সময় আবার হতে পারে। তাকে পুরো সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে ডা. শাহাবুদ্দীন তালুকদার বলেন, কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে।

এ সময় ডা. একিউএম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ প্রায় ১৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।