ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিপিবির দ্বাদশ কংগ্রেসের তারিখ পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সিপিবির দ্বাদশ কংগ্রেসের তারিখ পরিবর্তন

ঢাকা: করোনা অতিমারির কারণে দ্বাদশ কংগ্রেসের তারিখ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় চলমান করোনা অতিমারি পরিস্থতিরি কারণে দ্বাদশ কংগ্রেসের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। এ কারণে আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম পুনঃনির্ধারিত তারিখে দ্বাদশ কংগ্রেস সফল করার জন্য পার্টির সব সদস্য, কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে দ্বাদশ কংগ্রেস সফল করার জন্য নৈতিক ও আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি১, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।