ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের সংবাদ প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
তারেকের সংবাদ প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ: তথ্যমন্ত্রী

ঢাকা: বিননপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খবর গণমাধ্যমে প্রচার করা হাইকোর্টের নির্দেশের বরখেলাপ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমে দেখলাম রোববার (৩০ জানুয়ারি) বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেছে বিদেশে পলাতক আসামি তারেক রহমান। আমি গণমাধ্যমকে স্মরণ করিয় দিতে চাই হাইকোর্টের নির্দেশ আছে তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার করতে পারবে না। এটা করা হাইকোর্টের নির্দেশের বরখেলাম।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

বিএনপির নেতাদের করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই টিকা নিয়ে বিএনপি নেতারা নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, বিরোধিতা করেছেন। ভারত থেকে আনা টিকায় কোনো কাজ হবে না। ভারত বিরোধিতার নামে করোনার টিকারও বিরোধিতা করেছে। সমালোচনা করে আবার তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে টিকা নিয়েছেন। দেশে টিকার কোনো সঙ্কট নেই। এখন তাদের ক্ষমা চাওয়া উচিত। বিএনপির যেসব নেতা এখনও টিকা নেননি, তাড়াতাড়ি বুস্টার ডোজ নিয়ে নেন। আমি মির্জা ফখরুল সাহেবকেও আহ্বান জানাই বুস্টার ডোজ নিতে, কারণ ওনার সুস্থ থাকা দরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো বঙ্গবন্ধুর ও তার কন্যা শেখ হাসিনার শিক্ষা। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনা মানুষের সেবা করে চলেছেন। যেখানে আর্তমানবতার সেবার প্রয়োজন, সেখানে তিনি সেবা দিচ্ছে, দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন। এ ব্যপারে তাকে কিছু বলতে হয় না। করোনার শুরু থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে। এটা চলমান, চলতে থাকবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের পাশাপাশি এই মহামারি সম্পর্কে মানুষের ভয়, ভীতি কাটিয়ে সাহসি করে তোলার কাজও করে যাচ্ছে আওয়ামী লীগ নেতা -কর্মীরা।

বিএনপি-জামায়াত করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে নাছিম বলেন, যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যা করেছে, সম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়েছে, আজ তারা গণতন্ত্রের কথা বলেন। বিএনপি-জামায়াত এখনও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনকে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।