ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শপথ নিলেন লোহাগড়ায় ১২ ইউপির নবনির্বাচিতরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
শপথ নিলেন লোহাগড়ায় ১২ ইউপির নবনির্বাচিতরা শপথ বাক্য পাঠ করছেন লোহাগড়ায় ১২ ইউপির নবনির্বাচিতরা

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান। সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভিন।

এ সময় ১২টি ইউনিয়নের ১২ জন চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১০৮ জন সদস্য শপথ পাঠ করেন।  

শপথ পাঠ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর উপজলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালি উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনসহ এলাকার গণ্যমান্যরা।

গত ২৬ ডিসেম্বর উপজেলার ১২ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাতটিতে এবং পাঁচটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।