ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের আন্দোলন: ফখরুল-এনপিপি আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
সরকার পতনের আন্দোলন: ফখরুল-এনপিপি আলোচনা ফখরুল ও এনপিপি নেতারা

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)'র শীর্ষ নেতারা।

শনিবার (২৯জানুয়ারি) দুপুরে মির্জা ফখরুলের উত্তরার বাসভবনে এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফখরুল ইমাম।

বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সরকার পতনের একদফা আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২ 
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।