ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন যুবদলের কর্মীসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন যুবদলের কর্মীসভা নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন যুবদলের কর্মীসভা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেতাকর্মীদের উজ্জীবিত করতে কায়েতাপাড়া ইউনিয়নে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় যুবদলের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা ফরহাদ ফেরদৌসের সভাপতিত্বে এবং সুমন ব্যাপারী ও সোহেল খানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু মো. মাসুম, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিম সরকার, আকতার হোসেন, মাহফুজুর রহমান ডালিম, মো. শাকিল, নীরব হাসান, নয়ন আহমেদ, শাহ আলম, সালাউদ্দিন, দীন ইসলাম পঞ্চু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তাসজিদ সীমান্ত, শফিকুল ইসলাম, খায়রুল বাশার মুন্না, মেহেদি হাসান পাপ্পু, জাহিদুল ইসলাম, জোনায়েত রাহি, রিপন হোসেন, সুমন, সোহাগ খন্দকার, সানবির খান প্রমুখ।

অনুষ্ঠানে আজিম সরকার বলেন, এই সরকার এখন আছে তাদের শেষ মুহূর্তে। বিশ্বের কাছে এখন তাদের কোনো সম্মান নেই। আমাদের নেতা তারেক রহমানের চূড়ান্ত ডাকের অপেক্ষায় আছি আমরা।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।