ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আ.লীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
খাগড়াছড়িতে আ.লীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ খাগড়াছড়িতে আ. লীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ কর্মসূচী শেষে মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদস্য নুরউল্লাহ হিরো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি জাভেদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পাহাড়ে  চাঁদাবাজিসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে জান মালের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এছাড়া অবিলম্বে সনজীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয় এ সময়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।