ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রামেকে মাস্ক-স্যানিটাইজার দিল আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
রামেকে মাস্ক-স্যানিটাইজার দিল আ.লীগ

রাজশাহী: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

রামেক অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলীর হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য আশরাফ উদ্দিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।