ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন বেনজীর টিটো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন বেনজীর টিটো

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা ও টাঙ্গাইল জেলা বিএনপির এক নম্বর সদস্য বেনজীর আহমেদ টিটো।

সোমবার (২৪ জানুয়ারি) দলটির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, নির্দেশক্রমে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে মনোনীত করা হয়েছে। আশা করি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দলকে আরও অধিকতর শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে সক্ষম হবেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।