ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সমাবেশ 

বরিশাল: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির বরিশাল মহানগর শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক লামিয়া সাইমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে ২১ জানুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আপোষহীনভাবে ছাত্রদের অধিকারের পক্ষে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে চলছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আন্দোলনের পাশাপাশি শোষণমুক্তির সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছে।  

সম্প্রতি নিরাপদ সড়ক, হাফ পাস, বেতন ফি মওকুফের আন্দোলনসহ করোনাকালীন কর্মীরা যোদ্ধার ন্যায় প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছে। বক্তারা শাবিপ্রবির আন্দোলনকারী ছাত্রদের ওপর ছাত্রলীগ ও পেটোয়া পুলিশ বাহিনীর ‘ন্যাক্কারজনক হামলার’ তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

ছাত্র সংগঠনের নেতারা অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
জানান।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়া‌রি ২১, ২০২২
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।