ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, জবি ছাত্রদলের প্রতিবাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, জবি ছাত্রদলের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় শাখা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শাখারীবাজার ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, মো. নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, মো. জাহিদ, মো. তৌহিদ চৌধুরী, হাসিব, রাকিব হাসান, শরিফ, মনির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।