ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় সিপিবি সভাপতিসহ ৬ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
গাইবান্ধায় সিপিবি সভাপতিসহ ৬ জন কারাগারে

গাইবান্ধা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গাইবান্ধা জেলা সিপিবি সভাপতিসহ দলের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক ডক্টর আব্দুল মজিদ এ আদেশ দেন।

তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, দলের উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল, দণি গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী ও বাদশা মিয়া।

জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারে দণি গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকালে সহিংসতার ঘটনায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন গিদারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ ইদু।

এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা করেন গিদারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউর রহমান। ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ওই ছয়জনসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। পরে ওই মামলায় আসামিরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করতে গেলে আদালত তাদের ছয় সপ্তাহ সময় দিয়ে রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দেন।

এরই পরিপরিপ্রেক্ষিতে বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি সিপিবি নেতা মিহির ঘোষসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিপিবির ছয় নেতাকর্মী বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে ওই ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।