ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ চলছে।

শনিবার (০৮ জানুয়ারি) দুপুর থেকে শহরতলির বটতলি এলাকায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে।

এতে আঞ্চলিক সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের কিছুক্ষণের মধ্যে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রসাশন। সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫৬টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবশে ও গণজমায়েত। এখন পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।