ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ঢাকা: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর কমিটির এ বিলুপ্তির কথা জানানো হয়।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে ছাত্রলীগের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ না করায় ছাত্রলীগের কেন্দ্র থেকে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে ৷

বাংলাদেশ সময়: ১৪১৩, জানুয়ারি ০৮, ২০২২
এসকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।