ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা অপহরণ, মানিকছড়িতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
যুবলীগ নেতা অপহরণ, মানিকছড়িতে সড়ক অবরোধ যুবলীগ নেতা অপহরণ, মানিকছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি: মানিকছড়ি থেকে অপহৃত যুবলীগ নেতা ইমান হোসেনকে (২৭) মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আধাবেলা সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) অবরোধের কারণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন জানান, সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করা হলেও প্রশাসনের আশ্বাসে তা আধাবেলা পর প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (০১ জানুয়ারি) রাতে মানিকছড়ি থেকে বড়বিল নিজ বাড়িতে ফেরার পথে যুবলীগ নেতা ইমান হোসেন অপহরণের শিকার হন। আঞ্চলিক একটি পাহাড়ি রাজনৈতিক সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করেছে বলে দাবি পরিবারের। মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমান হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।