ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
ফেনী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।  

মঙ্গলবার (০৪ জানুয়ারি) শহরের ফেনী পৌরসভা চত্ত্বর থেকে এ উপলক্ষে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের জেল রোড়, ট্রাংকরোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় এবং কেক কেটে দিবসটি পালন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২ 
এসএইচডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।