ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যানদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, ডিসেম্বর ২৮, ২০২১
বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যানদের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত চেয়ারম্যানদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তারা।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মো. শুকুর আহমেদ, লাল বাহাদুর, আলী আহমেদ শেখ, মো. বেলায়েত হোসেন সরদার, মিলিয়া আমিনুলসহ সাধারণ সদস্যরা ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।