ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনার সরকার সারা জীবন দরকার’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
‘শেখ হাসিনার সরকার সারা জীবন দরকার’ 

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনার সরকার সারা জীবনের জন্য দরকার। এদেশের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেনীতে হলেও শেখ হাসিনা এখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। যেমনটা তিনি করেছেন সারা দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই ফেনীকে ভিন্ন চোখে দেখেননি।  

মঙ্গলবার (৯ নভেম্বর) ফেনী শহরের একটি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।   

এ সময় নিজাম উদ্দিন হাজারী কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, নেতারা যেন কেন্দ্রে গিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন ফেনী-১ ও ৩ নির্বাচনী আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীদের বাদ দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের দেওয়া হয়।  

তিনি আরও বলেন, জেলার আনাচে-কানাচে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে অথচ জাতীয় নির্বাচন এলে সেই নেতাদের বাদ দিয়ে বাহির থেকে আসা কাউকে সংসদ সদস্য মনোনয়ন দেওয়া হয়। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের খবর রাখেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই শিরধার্য বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন ফেনীর সবকটি আসন আওয়ামী লীগের প্রার্থীদের জন্য দেন।  

ফেনী জেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। বক্তব্য রাখেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীসহ জেলা আওয়ামী লীগের নেতারা। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ।  

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে আসেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।