ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভাতার জন্য ঘুষ খায় এমন নেতা আ.লীগে দরকার নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ভাতার জন্য ঘুষ খায় এমন নেতা আ.লীগে দরকার নেই

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান। এজন্য আওয়ামী লীগের নেতাদের সৎ, যোগ্য, মেধাবী, আদর্শিক ও বিনয়ী হতে হবে।

কর্মীদের মূল্যায়ন করতে হবে। সকলের মধ্যে জবাবদিহিতা থাকতে থাকতে হবে। এমন নেতাই নির্বাচিত কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। চাকরি দেওয়ার জন্য ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ খায় এমন নেতা আওয়ামী লীগে দরকার নাই।

সোমবার (০৮ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলের কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দিবেন তার পক্ষে নির্বাচন করতে হবে। নৌকার বিরোধিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। অথচ বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীদের ওপর কোনো প্রকার নির্যাতন জুলুম নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ সিংড়া গড়তে হবে। স্কুল, কলেজ মাদরাসার ভবন করেছে সরকার। ৩০০ কিলোমিটার পাকা রাস্তা করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে সার, বই দিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিচ্ছে। সিংড়ায় হাইটেক পার্ক হচ্ছে। প্রযুক্তিতে আয় বাড়ছে। সিংড়া উপজেলা উন্নয়নের রোল মডেল হবে, ইনশাআল্লাহ।

বর্ধিত সভায় সভায় বক্তব্য দেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ওদুদ মোল্লা, আ. রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।  

বর্ধিত সভাটি পরিচলনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম। বক্তারা আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।