ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দায় আ.লীগের ১০ বিদ্রোহী নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
নগরকান্দায় আ.লীগের ১০ বিদ্রোহী নেতা বহিষ্কার

ফরিদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৭ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করা ও নৌকার বিরোধীদের মদদদাতা হিসেবে কাজ করায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন:

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল বারী আলম, সহ-সভাপতি কাইমুদ্দিন মণ্ডল, কার্যকরী সদস্য সাইফুজ্জামান বুলবুল সরদার, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠাণ্ডু, ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খন্দকার তৌহিদুর রহমান টিটো, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন মিয়া, আতাউর রহমান বাবু, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ফকির ও মোহাম্মদ ইমাম-উল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।