ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে আ.লীগের ২ নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
কক্সবাজারে আ.লীগের ২ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার (৪৩) ও তার বড় ভাই জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সভাপতি জহির উল্লাহ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের লিংক রোডে অবস্থিত নিজ অফিসে গিয়ে দুর্বৃত্তরা গুলি চালায়।

জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারি তার ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন- হত্যার উদ্দেশে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

কুদরত উল্লাহ সিকদার (৪৩) কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রর্থী।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।