ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

অসুস্থ রওশনকে নেওয়া হচ্ছে ব্যাংকক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
অসুস্থ রওশনকে নেওয়া হচ্ছে ব্যাংকক  ফাইল ফটো

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হচ্ছে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে। শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল ৫টায় এইচএস-ইএমজি (এয়ার অ্যাম্বুলেন্সে) বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে নেওয়া হবে।

 

বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রাহুগির আলমাহি এরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন রাহুগির আলমাহি এরশাদ এমপি।

এর আগে ২৮ অক্টোবর বেগম রওশন এরশাদের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, দীর্ঘ দিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, বেগম রওশন এরশাদ মূলত বাধ্যর্ক্যজনিত রোগে ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।