ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না 

ঢাকা: বর্তমান সরকারকে ভোট চোর দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। আর এই সরকারের সঙ্গে কোনো আলোচনাও হবে না।

শুক্রবার(০৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(জেটেব) আয়োজিত ডিজেল-কেরোসিন, চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে স্বৈরাচারী সরকার সরাসরি জড়িত দাবি করে আমির খসরু বলেন, কারণ যেখানে একটি দল এবং সরকার একাকার হয়ে যায়, সেখানে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারাই সিদ্ধান্ত নিচ্ছে, তারাই লুটপাট করছে, তারাই জনগণের ভোট কেড়ে নিচ্ছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, একই ব্যক্তি। আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারাই লুটপাট করছে। তারা সরাসরি লুটপাটের সঙ্গে জড়িত।  এই লুটপাট বন্ধ হবে না, এটা দিন দিন বাড়তে থাকবে, আর আপনাদের পকেট থেকে টাকা নেবে।  

ডিজেল-কেরোসিনের দাম ১৫টাকা বাড়ানো হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই টাকা তো বাংলাদেশের মানুষের পকেট থেকে দিতে হবে এবং এই টাকা তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করবে। এসব টাকা দেশে থাকছে না, সব বিদেশে চলে যাচ্ছে। কারণ আওয়ামী লুটেরারা শত শত কোটি, হাজার কোটি, লক্ষ-কোটি টাকা লুট করছে। এত টাকা তো বাংলাদেশে রাখা সম্ভব না। এ টাকা তো বিদেশে পাচার করতেই হবে।  

তিনি বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তারা বার বার জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। ২০০৮ থেকে শুরু করে ২০১৪-২০১৮তে চুরি করেছে। চুরি করতে করতে এখন পাকা চোর হয়ে গেছে। তবে কথায় আছে চোরের দশদিন, আর গৃহস্থের একদিন। সামনে আর চুরি করা যাবে না। বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি, এই ভোট চোর, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এবং আলোচনায়ও যাবে না।


জেটেব এর সভাপতি ফকরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।  


বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৫,২০২১ 
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।