ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী প্রার্থীর জন্য ভোট চেয়ে পদ হারালেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
বিদ্রোহী প্রার্থীর জন্য ভোট চেয়ে পদ হারালেন আ.লীগ নেতা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউপি নির্বাচনে দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন ডালিম কুমার শ্রীপদ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরল আমিন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চরকাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগরকে। সেখনে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার শ্রীপদ দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ফলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, ডালিম কুমার নির্বাচনী মঞ্চে বক্তৃতা দিয়ে নৌকা প্রতীকের বিপরীতে ভোট চেয়ে দলের গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। তাই তাকে দলীয় সব কার্যক্রম ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী ১১ অক্টোবর কমলনগরের চরমার্টিন, চরলরেঞ্চ ও চরকাদিরা এবং রামগতির চরগাজী ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।