ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করবে জাপা ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টি ১০ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও মহানগরে পর্যায়ে গণতন্ত্র দিবস পালন করবে।

বুধবার (৩ নভেম্বর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই দিন বেলা ১১টায় বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির সভাপতিত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলা, উপজেলা ও মহানগরে দায়িত্ব প্রাপ্ত জাতীয় পার্টির নেতাকর্মীদের যথাযথ ভাবে দিবসটি পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় দিনটি পালন করে আসছে জাতীয় পার্টি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।