ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির চার কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
বিএনপির চার কমিটি অনুমোদন

ঢাকা: বিএনপির তিনটি জেলা এবং একটি মহানগর আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অনুমোদিত কমিটির যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল।

বরিশাল উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ (বীর মুক্তিযোদ্ধা) ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, ১ নং যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।

চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।