ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ পৌর ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ পৌর ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহ: বিদেশি পিস্তল ও গুলিসহ রাকিবুল ইসলাম হিল্লোল (৩৯) নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।  

আটক হিল্লোল ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।

তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।  

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কয়েকজন মাদকবিক্রেতা অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি। র‌্যাবের পক্ষ থেকে হিল্লোলের নামে থানায় মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।