ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে আ.লীগের ১৬ নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জামালপুরে আ.লীগের ১৬ নেতাকে বহিষ্কার

জামালপুর: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ১৬ নেতাকে একই পত্রে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১ নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত নেতারা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি, দপ্তর সম্পাদক শেখ ফকরুল হুদা পিপুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দুদু, কোষাধ্যক্ষ ফজলুল হক, ৩ নম্বর লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ফকির, সদস্য আব্দুল হাকিম, ১০ নম্বর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শমসের আলী কালু, সদস্য রফিকুল ইসলাম কাজল, কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম লিটু, সাধারণ সম্পাদক মমিনুর রহমান খান, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও লক্ষ্মীরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান জানান, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের গঠনতন্ত্র মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।