ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জেলে থেকেও ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জেলে থেকেও ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী! আখতারুজ্জামান চঞ্চল

মেহেরপুর: পুলিশের দায়ের করা নাশকতা মামলায় জেলে থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছেন আক্তারুজ্জামান ওরফে চঞ্চল নামে এক বিএনপি নেতা।

তিনি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন।

আখতারুজ্জামান চঞ্চল বারাকপুর গ্রামের আমির হামজার ছেলে।  

গত ১১ অক্টোবর নাশকতা মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর সদর থানা পুলিশ গ্রেফতার করে। সেই থেকে তিনি মেহেরপুর কারাগারে রয়েছেন। নাশকতার কাজে অর্থদাতা হিসেবে চঞ্চলকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ২১ আগস্ট নাশকতা মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫ (৩) /২৫ (বি) ধারায় ৭ জন নামীয় আসামিসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ৩৬। ওই মামলায় নাশকতা কাজে অর্থদাতা হিসেবে চঞ্চলকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এর আগে বারাকপুর মাঠে চঞ্চলের ইটভাটার দোতলা অফিস কক্ষের ছাদ থেকে পাঁচটি হাতবোমা ও ১২টি রাম দা উদ্ধার করে পুলিশ। আক্তারুজ্জামান স্থানীয় বিএনপি নেতা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।