ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
খুলনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভা সাংগঠনিক সভা

খুলনা: বিভাগের সাতটি জেলার নেতাদের নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির সাংগঠনিক সভা।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে কেডি ঘোষ রোড এলাকায় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চলে বিকেল ৫টা পর্যন্ত।

সভায় সভাপতির বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে আটটি বিভাগে সাংগঠনিক দলের অধীনেই দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই মহানগর, সব জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এ বিষয়ে জেলার নেতাদের মতামত নেওয়া হয়েছে। আর এ মতামত প্রতিবেদন আকারে কেন্দ্রে পাঠানো হবে। দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। এ লক্ষ্যে গণতান্ত্রিকপ্রক্রিয়ায় নবীন প্রবীণের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে হবে। সব শ্রেণী-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।

বিভাগীয় এ সভায় বক্তব্য রাখেন- যশোর জেলার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বুলা, মাগুরা জেলার আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব (কিশোর), হাসান ইমাম মুনা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, মিঠুন রায় চৌধুরী, সদস্য সচিব মো. আখতার হোসেন, ঝিনাইদহ জেলার আহ্বায়ক এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ, বাগেরহাট জেলার আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, সাতক্ষীরা জেলার আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলম, সদস্য সচিব আব্দুল আলিম, নড়াইল জেলার সভাপতি বিশ্বাস জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

সভায় ভবিষ্যৎ কর্মপন্থা এবং সূচিপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সভার মধ্য দিয়ে খুলনা বিভাগের মহানগর, সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।