ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘কাদেরের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
‘কাদেরের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

নোয়াখালী: কোম্পানীগঞ্জে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে জেলা আহ্বায়ক কমিটির আগমন উপলক্ষে এক কর্মী সমাবেশে তিনি এ দাবি জানান।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ ছিল শান্তির জনপদ। এখানে ২টা মায়ের বুক খালি হয়েছে। অনেক নেতাকর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অনেক নেতাকর্মী মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। কাদের নির্দেশে এসব হয়েছে তার তদন্ত করে সঠিক বিচার করতে হবে। এছাড়াও শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

কাদের মির্জা বলেন, নোয়াখালীর সব আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের উন্নয়নের হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে। ওবায়দুল কাদের সাহেবের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি করে কাদের মির্জা বলেন, ৭ বার আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে। গত ৯ মার্চ আমার পৌরসভাকে লক্ষ্য করে ২ হাজার রাউন্ড গুলি করেছে। কোম্পানীগঞ্জের কোন অপরাধে আমি আর আমার নেতাকর্মীরা জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি মাথা পেতে নিবো।

এসময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু জাতীয় শ্লোগান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা আলী, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।

কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।