ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আগামী ১০-১৩ ফেব্রুয়ারি সিপিবির দ্বাদশ কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আগামী ১০-১৩ ফেব্রুয়ারি সিপিবির দ্বাদশ কংগ্রেস

ঢাকা: আগামী ১০, ১১, ১২, ১৩ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস আহ্বান করা হয়েছে।  

শনিবার (৩০ অক্টোবর) সিপিবি থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস আগামী ১০, ১১, ১২, ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির দ্বাদশ কংগ্রেসের তারিখ নির্ধারণ ও ঘোষণা করা হয়।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীকে চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতনকে আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীমকে যুগ্ম আহ্বায়ক করে দ্বাদশ কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।