ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দায় আ.লীগ-স্বতন্ত্র প্রার্থী গ্রুপের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
নগরকান্দায় আ.লীগ-স্বতন্ত্র প্রার্থী গ্রুপের সংঘর্ষে আহত ৮

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রনজিৎ কুমার মণ্ডলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।  

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় তিনজন পুলিশসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।