ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীকে মারধর, আ.লীগ প্রার্থীর কর্মী আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
স্বতন্ত্র প্রার্থীকে মারধর, আ.লীগ প্রার্থীর কর্মী আটক

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী আব্দুল আজিজকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

এর আগে, বুধবার (২৭ অক্টোবর) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বানিশ্বর এলাকায় হামলার শিকার হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মো. আওলাদ হোসেন।  

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মো. আওলাদ হোসেনের ছোট ভাই নুরুজ্জামান বাদী ২৯ জনের নাম উল্লেখ করে ও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।  

আটক আব্দুল আজিজ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজাহারের কর্মী। তিনি বানিশ্বর এলাকার বাসিন্দা৷

ধামরাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) নির্মল কুমার দাস বাংলানিউজকে বলেন, রাতে একটি মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।