ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সোনামসজিদ স্থলবন্দর শাখার শ্রমিক লীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
সোনামসজিদ স্থলবন্দর শাখার শ্রমিক লীগের কমিটি গঠন সভাপতি মো. সেনাউল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক

চাঁপাইনবাবগঞ্জ: দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শাখার শ্রমিক লীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে মো. সেনাউল ইসলাম মাস্টারকে সভাপতি ও মো. ওবাইদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি মো. মোখলেশুর রহমান সরদার, মো. আয়েশ উদ্দিন মেম্বর ও কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান আশা নির্বাচিত হন।  

গত ০১ সেপ্টেম্বর বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিটি আগামী দুই বছর দায়িত্বভার পালন করবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।