ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল বিএনপির সহ-সভাপতিকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বরিশাল বিএনপির সহ-সভাপতিকে শোকজ

বরিশাল: বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুককে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠির বিষয় উল্লেখ করা হয়েছে সতর্কীকরণ প্রসঙ্গে।

চিঠিতে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির কর্মসূচির বিপরীতে তার নেতৃত্বে অনত্র পাল্টা কর্মসূচি পালন করা হয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত এবং মোটেই সমীচীন নয় বলে উল্লেখ করা হয় এবং এটি সংগঠনবিরোধী তৎপরতা বলে বিবেচিত।  

এতে আরো বলা হয়, নিদেশক্রমে আপনাকে তিরস্কার পূর্বক সর্তক করা যাচ্ছে যে আপনি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বিরত থাকবেন এবং দলের শৃংখলা মেনে চলবেন।  

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক বাংলানিউজকে বলেন, দলের অংগসংগঠন নিয়ে আমি পৃথক কর্মসূচি দেওয়ায় দল আমাকে সতর্ক করেছে। আমি দলের প্রতি শ্রদ্ধা রেখেই ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবো।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।